সিলেটে ট্রেন দুর্ঘটনা
ফায়ার সার্ভিসের কর্মী ও ট্রেনযাত্রীরা উদ্ধারকাজে অংশ নেন। রেলওয়ের প্রকৌশলীরা প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একটি লাইন সচল করতে সক্ষম হন। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে।
সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদের তদন্ত কমিটি গঠিত। সিসি ক্যামেরার আওয়াত থাকবে ২৪ ঘণ্টা। এই লুটের সাথে যারাই জড়িত ছিল সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। কাউকে আইনের বাইরে রাখা হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে
নতুন করে আরো ১০ জনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এ তদন্ত কমিটিগুলোর অনেক সদস্যই তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের রক্ষা করতে চেষ্টা করছেন